হেল্পইজ ফাউন্ডেশন (Help Ease Foundation) একটি অলাভজনক জনকল্যাণ ট্রাস্ট, যা শিক্ষাগত, স্বাস্থ্যগত ও সমাজভিত্তিক উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নীত করার উদ্দেশ্যে পথচলা শুরু করেছে। ট্রাস্টটি আইনগতভাবে অনির্বচনীয় (irrevocable) এবং ভারতজুড়ে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত।

বর্তমানে এই ফাউন্ডেশনের উদ্যোগেই গড়ে উঠছে শিশু বিকাশ মডেল একাডেমি।

মিশন

উচ্চমানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা-উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিশু ও যুবকদের সম্ভাব্যতা পূর্ণভাবে বিকাশ করা।

ভিশন

এমন একটি সমাজ যেখানে প্রতিটি শিশু নিরাপদ, শিক্ষিত ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে ওঠে।

মূল উদ্দেশ্য

  • প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা।

  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, অনুদান এবং ঋণমুক্ত সহায়তা প্রদান।

  • শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার কাউন্সেলিং।

  • স্বাস্থ্যসেবা: মেডিক্যাল ক্যাম্প, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, জরুরি চিকিৎসা সহায়তা; হাসপাতাল ও নার্সিং হোম স্থাপন।

  • সামাজিক উন্নয়ন: কর্মসংস্থান কেন্দ্র, পুনর্বাসন, দুর্যোগ ত্রাণ এবং মানবাধিকার রক্ষা।

  • গবেষণা, প্রকাশনা ও সচেতনতামূলক কার্যক্রম: সেমিনার, প্রদর্শনী, ওয়ার্কশপ।

  • দরিদ্র, অনাথ এবং বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য আর্থিক ও সামাজিক সহায়তা।

আমাদের সঙ্গে যুক্ত হোন

  • দান করুন

    আপনার একটি ছোট অনুদানও একজন শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।

  • স্বেচ্ছাসেবক হোন

    সমাজের একজন মানুষ হিসাবে শিক্ষা, স্বাস্থ্য বা কমিউনিটি প্রোগ্রামে অংশ নিন।

  • সহযোগী সংস্থা হোন

    অন্যান্য NGO বা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

blue and white smoke illustration